দেশজুড়ে

নির্বাচনের আগের রাতে বিদ্রোহীর বিরুদ্ধে মামলা

নোয়াখালীর কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াছসহ (আনারস) তার ২৫ সমর্থকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াছ কবিরহাটের মৃত হাজী ইদ্রিছের ছেলে ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ভাই।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে ওই ইউনিয়নের নৌকার প্রার্থী নুরুল আমিন রুমির ছোটভাই মিজানুর রহমান হিরো বাদী হয়ে কবিরহাট থানায় মামলাটি করেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, নৌকার প্রার্থী নুরুল আমিন রুমির ভাই মিজানুর রহমান অভিযোগ করেন শনিবার দুপুরে বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াছসহ তার লোকজন নৌকার সমর্থকদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন। এতে মো. ইলিয়াছকে প্রধান করে ১৪ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ বিষয়ে থানায় মামলা (নম্বর-১৫) রুজু করা হয়েছে।

বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াছ বলেন, আমি নির্বাচনী কাজে ব্যস্ত আছি। নির্বাচনে সুবিধা নেওয়ার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

সুন্দলপুরে আরও দুইজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তারা হলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহীম ও স্বতন্ত্র মো. আলমগীর হোসেন।

রোববার (২৬ ডিসেম্বর) ওই ইউনিয়নের নির্বাচন চলছে। এখানে ১০টি ভোটকেন্দ্রে ৬২টি ভোটকক্ষ রয়েছে। ভোটার সংখ্যা ২৪ হাজার ৯২ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৪৫৪ জন ও নারী ১১ হাজার ৬৩৮ জন।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস