শীত এসে বসতে না বসতেই শোবিজে তারকাদের বিয়ে-প্রেমের গুঞ্জন জমে উঠেছে। জমে একেবারে ক্ষীরও বলা যায়। কেউ ঘর বাঁধছেন। কেউ আড়ালে প্রস্তুতি নিচ্ছেন। কেউ আবার প্রিয়জনের সান্নিধ্যে উষ্ণতা খুঁজে নিচ্ছেন। তবে সবই কাজের জন্য বন্ধু বা জাস্ট ফ্রেন্ড বলে চালাচ্ছেন।
তারকাদের এসব লুকোচুরি পুরনো স্বভাব। বরাবরই তারা আড়ালে আবডালে রাখেন নিজেদের হৃদয় ঘটিত ব্যাপারগুলো। অন্তত চেষ্টা করেন যতদিন পারা যায়। গুজব-গুঞ্জনের হাত ধরে সেগুলো প্রকাশ্যে চলে আসে।
বর্তমানে তেমনি ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছে চিত্রনায়িকা তমা মির্জার প্রেম। ইন্ডাস্ট্রির তরুণ নির্মাতা রাফির সঙ্গে মন দেয়ানেয়ার খেলা চলছে তার। বেশ কিছু সূত্রই এই তথ্য নিশ্চিত করেছে।তমা ক্যারিয়ারের শুরু থেকেই ভালো কাজের ব্যাপারে আপোষহীন। নিজের অভিনয় যোগ্যতার জানান দিয়েছিলেন ‘নদীজন’ সিনেমা দিয়েই। সেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি।
তবে যোগ্যতা ও মেধা অনুযায়ী কাজ জমা হয়নি তমার ঝুলিতে। তাই সময়ের সেরা চাদিহাদম্পন্ন ও মেধাবী নির্মাতা রাফির সঙ্গে জমিয়েছেন বন্ধুত্ব। আর রাফিও রুপে গুণে অনন্যা ও অভিনয়ে পারদর্শী তমাকে বেছে নিয়েছেন তার সঙ্গী হিসেবে।
তাদের প্রেমের গুঞ্জনের শুরু ‘খাঁচার ভেতর অচিন পাখি’ দিয়ে। রাফির পরিচালনায় তমার এটি প্রথম কাজ। যার যার জায়গা থেকে দুজনেই বেশ মনযোগ কেড়েছেন দর্শক-সমালোচকদের। এ কাজের সূত্র ধরেই তাদের কাছাকাছি আসা ও সম্পর্কে জড়ানো। এমনটাই বলছে সূত্রগুলো।
তবে এই সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব হিসেবেই দেখতে চান তমা মির্জা ও রাফি। যা তাদের কাজের জায়গাটিকে আরও মজবুত করতে সহায়তা করছে। আর সেই স্রোতে তারা আবারও জুটি বাঁধতে চলেছেন ‘জানোয়ার ২’ নামের চলচ্চিত্রে। রাফির পরিচালনায় এই চলচ্চিত্রে তমার বিপরীতে দেখা যাবে সিয়াম আহমেদকে।
দর্শকহীন ইন্ডাস্ট্রিতে একের পর এক সিনেমা হতাশার গল্প লিখছে ব্যবসায়ের খাতায়। এমন সময় ‘পোড়ামন ২’, ‘দহন’র মতো সফল সিনেমার পরিচালক রাফি কি পারবেন দর্শক ফেরানোর একটি সিনেমা উপহার দিতে। তার প্রমাণিত যোগ্যতার শক্তি বাড়াতে সিনেমাতে প্রেমিকা তমাকে পাচ্ছেন। সঙ্গে আছে রাফির ‘সৌভাগ্যের প্রতীক’ নায়ক সিয়াম। তো, অপেক্ষা করা যাক ‘জানোয়ার ২’- জমে উঠার।
এলএ/এমএস