মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহম্মেদ।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলার নির্বাচন কর্মকর্তা ও ইশিবপুর ইউনিয় পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাননী খান
খোঁজ নিয়ে জানা যায়, ইশিবপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ। নির্বাচনের আগে বেশ কয়েকদিন থেকেই মামার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন রাব্বানী।
২৪ ডিসেম্বর দুপুরে গোলাম রাব্বানীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন ইশিবপুর ইউনিয়ন যুবলীগ নেতা আরিফুর রহমান। তার অভিযোগ ছিল, ইউপি নির্বাচনকে ঘিরে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গোলাম রাব্বানী বহিরাগতদের নিয়ে এলাকায় মহড়া দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন। এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।
২৬ ডিসেম্বর দুপুরে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহতও হন তিনি। অবশেষে নানা ঘটনার মধ্য দিয়ে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান তার মামা।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ ইউনিয়নে সালাহ উদ্দিন আহম্মেদসহ ১৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে মোটরসাইকেল প্রতীকে মোশারফ মোল্লা ৩২৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিটার প্রতীকের প্রার্থী ও গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহম্মেদ ২৫০৫ ভোট পান।
এ কে এম নাসিরুল হক/এসজে/এএসএম