দেশজুড়ে

হোটেলে রুম ভাড়া কম দিতে ভুয়া পরিচয়, দুই যুবক কারাগারে

নওগাঁর পত্মীতলায় একটি আবাসিক হোটেল থেকে গোয়েন্দা সংস্থার লোক বলে পরিচয় দেওয়া দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা নজিপুর বাজারের আল-মদিনা আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৪) ও রসুলপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে শাফিউল ইসলাম (২৪)।

থানা সূত্রে জানা যায়, নাসির উদ্দিন ও শাফিউল ইসলাম রাতযাপনের জন্য নজিপুর বাজারের আল-মদিনা আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষ ওঠেন। কক্ষ ভাড়া কম নিতে তারা হোটেল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ রাজি না হলে নিজেদের একটি গোয়েন্দা সংস্থা লোক বলে পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান।

বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে হোটেলের ম্যানেজার পত্মীতলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তারা ঘটনাস্থলে এসে ওই দুজনের পরিচয় ভুয়া বলে শনাক্ত করে। এরপর পত্মীতলা থানা পুলিশ তাদের আটক করে।

এ ব্যাপারে পত্মীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জাগো নিউজকে বলেন, ভুয়া পরিচয়ের কারণে নাসির উদ্দিন ও শাফিউল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/এসজে/এএসএম