পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু (৭৪) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চুন্নু পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ছিলেন। এম সাইদুল হক চুন্নু সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আ’লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের ভায়রা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পাবনা চেম্বারের সাবেক সহ-সভাপতি মাহবুব উল আলম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন। এম সাইদুল হক ডায়াবেটিস, কিডনসহ শারীরিক নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। পারিবারিক সিদ্বান্ত অনুয়ায়ী তাকে ঢাকায় বনানী কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাবেক উপজেলা চেয়ারাম্যান অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক ড. নরেশ মধু গভীর শোক জানিয়েছেন। উল্লেখ্য, সাইদুল হক চুন্নু পাবনা জেলা পরিষদের প্রথম প্রশাসক ও পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
আমিন ইসলাম জুয়েল/এএইচ/এএসএম