দেশজুড়ে

আড়াইহাজারে গ্রামীণ ব্যাংকে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছেন ডাকাত দলের সদস্যরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের ম্যানেজার সামসুল ইসলাম বলেন, ‘রাত দেড়টার দিকে সাত থেকে ১০ জন মুখোশ পরিহিত ডাকাতদল কেচি গেট ভেঙে ব্যাংকে ঢোকে। তারা ব্যাংকের ১১ জন কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে নগদ আট হাজার টাকা ও নয়টি দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছেন। এসময় ডাকাতদের বাধা দিতে গেলে কর্মকর্তা দীপক চন্দ্র সাহাকে কুপিয়ে আহত করা হয়। তাকে ভুলতা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম