দেশজুড়ে

দু-একটা ফ্লাইওভার বানালেই উন্নয়ন হয়ে গেলো, প্রশ্ন হাফিজের

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, এ সরকার বলে বাংলাদেশকে নাকি উন্নয়নের রোল মডেলে পরিণতি করেছে। দু-একটা ফ্লাইওভার বানালেই উন্নয়ন হয়ে গেলো। একটা পদ্মা সেতু বানালেই কি উন্নয়ন হয়ে গেলো?

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে ভোলা পৌর শহরের নলীনি দাস মাধ্যমিক স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, টানেলের শেষে আলোক রেখা দেখতে পাচ্ছি। অল্প সময়ের মধ্যে এ সরকারকে বিদায় নিতে হবে।

ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশেষ অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম, সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরে সদস্য হায়দার আলী, ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেনসহ বিভিন্ন নেতা।

এর আগে ভোলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মিছিল নিয়ে উপস্থিত হন জনসভায়।

জুয়েল সাহা বিকাশ/এসজে/জিকেএস