বিএনপি একেক সময় একেক কথা বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, তারা একেক সময় একেক কথা বলছেন। কখনো বলছেন নির্বাচন কমিশনের কথা, আবার এখন বলছেন তত্ত্বাবধায়ক সরকারের কথা। সংবিধানের বাইরে বাংলাদেশের ভিন্ন কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই। তাতে বিএনপি নির্বাচনে আসতে পারে নাই বা পারে।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে না কি বলেছেন যে, সংলাপে কোনো সমাধান হবে না। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন গঠন করা যাবে না। আমাদের প্রশ্ন হলো, মির্জা তাহলে কোন পথে হাঁটতে চান। যদি কোনো অগণতান্ত্রিক, শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো ধরনের পথে এগুতে চেষ্টা করেন তাহলে শক্তভাবে জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসে নাই। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি নিরপেক্ষ বিএনপির সৃষ্টি হয়েছে। কিছু যে নির্বাচনে অংশগ্রহণ করছে, এ নারায়ণগঞ্জে তৈমূরেরও নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের শিক্ষা হওয়া উচিত যে, কিছু মানুষ আছে যারা গণতান্ত্রিক পথেই হাঁটতে চায়। শুধু শুধু উনারা লন্ডনের একটি ব্যক্তির চাপে বিএনপি নামক দলটিকে নিশ্চিহ্ন করে দিচ্ছে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রতীক বরাদ্দ মাত্র হলো। নির্বাচনের ঢামাঢোল এখন শুরু হয়নি। কাজেই নির্বাচনের ঢামাঢোল যখন শুরু হবে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী যারা এ দলকে ভালোবেসে তার কন্যা নেত্রী শেখ হাসিনার নির্দেশনাকে যারা অনুসরণ করে সবাই নির্বাচনের ঢামাঢোলে নেমে যাবে। আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি নেই। নৌকার পক্ষে সবাই নামবে।
সেলিনা হায়াৎ আইভী লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন বলে জানান নানক। তিনি বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র হিসেবে নারায়ণগঞ্জে যে উন্নয়ন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে উন্নয়নের ধারায় নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের বন্দর যেভাবে উন্নয়ন হয়েছে, আমি বিশ্বাস করি গতবার আইভী ৮৩ হাজার ভোটে জয়লাভ করেছিলেন। এবার লক্ষাধিক ভোটে জয় লাভ করবেন।
মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/