পঞ্চগড়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মোছা. মোকছেদা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের সাতমেরা ইউনিয়নের সতরংপাড়ার জগদল-ভজনপুর জেলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
তিন সন্তানের মা মোকছেদা সদর ওই ইউনিয়নের বোদা পাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বাবার বাড়ির উদ্দেশ্যে একটি ইজিবাইকে রওয়ানা দেন গৃহবধূ মোকছেদা। সতরংপাড়া এলাকায় মোকছেদার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। কিন্তু ইজিবাইকের চালক ও যাত্রীরা বুঝতে পারেনি। এক পর্যায়ে মোকছেদা ইজিবাইক থেকে পড়ে গিয়ে মাথা ও গলায় আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান তিনি।।
সফিকুল আলম/এফএ/এমএস