দেশজুড়ে

‘দুনিয়ায় শান্তি-আখিরাতে মুক্তি চাইলে হাতপাখার প্রার্থীকে ভোট দিন’

ইসলামি আন্দোলনের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, আপনারা ধর্ম নিরপেক্ষতার জন্য আওয়ামী লীগকে ভোট দেন, আব্রাহাম লিংকনের গণতন্ত্রের জন্য ধানের শীষে ভোট দেন। আর ইসলামি আন্দোলন বলছে আল্লাহ ও রাসুলের আদর্শ যদি বাস্তবায়ন করতে চান, দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি চান তাহলে হাতপাখার প্রার্থীকে ভোট দিন।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মাসুম বিল্লাহর পক্ষে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল ট্রাকস্ট্যান্ডে এ সভার আয়োজন করা হয়।

চরমোনাই পীর বলেন, বিএনপি না আসলেও তাদের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত একজন নেতা নির্বাচন করছেন। আওয়ামী লীগ সরকার নৌকার প্রার্থী দিয়েছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখা নিয়ে নির্বাচন করছে। যারা গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় তারা বলে সব ক্ষমতার মালিক। সেখানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি আর উদাহরণ দিতে চাই না।

তিনি আরও বলেন, ভোট মানে সিল মারা নয়। ভোট অর্থ সহযোগিতা করা। ভোট মানে সাক্ষী দেওয়া, মতামত প্রকাশ করা।

চরমোনাই পীর বলেন, আমি যখন ২০০৩ সালে চরমোনাই ইউনিয়নে প্রার্থিতা করছিলাম তখন হিন্দুরা আমাকে ভোট দেয়নি। তাদের ভুল বোঝানো হয়েছিল যে আমি হুজুর। আমি চেয়ারম্যান হলে তাদের মূর্তি সব ভেঙে ফেলে দেবো। কিন্তু আমি নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর হিন্দুরা বলেছিল তারা ভুল করেছিল। তারা এখন ঘরের দরজা খুলে পূজা করতে পারে। হিন্দুরা মিষ্টি ফল নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসে। আমি বললাম যে দেখো, এটাই হলো ইসলাম শান্তির প্রতীক।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জেআইএম