দেশজুড়ে

নতুন বই আনতে গিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে নতুন বই আনতে গিয়ে নিখোঁজ তিন স্কুলছাত্রী মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ জানুয়ারি) তাদের আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়। পরে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনজনই শিবগঞ্জ উপজেলার মোকামতলা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং সম্পর্কে তারা বান্ধবী।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (১ ডিসেম্বর) নতুন শিক্ষাবর্ষের বই আনতে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তিন শিক্ষার্থী। এরপর থেকে তিনজনই নিখোঁজ হয়। এদিকে তিন স্কুলছাত্রী অপহরণের অভিযোগ এনে ওইদিন রাতেই অভিভাবকরা তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলায় অভিভাবকরা জানান, ওই বখাটে যুবকরা মেয়েদের অপহরণ করে নিয়ে গেছেন। কারণ স্কুল যাওয়ার পথে তারা মাঝেমধ্যেই মেয়েদের উত্ত্যক্ত করতেন।

অভিযুক্ত যুবকরা হলেন- শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের সাকিল আহম্মেদ (২২), শংকরপুর গ্রামের রবিন শেখ (২৩) ও অভিরামপুর এলাকার জাবির ইসলাম (২২)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিখোঁজ হওয়ার খবরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামে ওই ছাত্রীদের সন্ধান মেলে। পরে সিঙ্গাইর থানা পুলিশকে বিষয়টি জানালে তারা ওই গ্রামের আফসার উদ্দীনের বাড়ি থেকে তিন ছাত্রীকে উদ্ধার করে। পরে মঙ্গলবার শিবগঞ্জ থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে শিবগঞ্জ থানায় আনে।

ওসি আরও বলেন, বুধবার তিন ছাত্রীকে আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়। পরে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে অভিযুক্ত যুবকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এসজে/জিকেএস