ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মো. শিবলী নামে (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) সকালে উপজেলার দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিবলী আখাউড়া পৌর এলাকার তারাগনের মো. জারু মিয়ার ছেলে।
তারাগন গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম মুন্না জানান, ওই যুবক বেকার ছিলেন। পাশাপাশি মানসিক সমস্যাও ছিলো। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই যুবক বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। কিভাবে কি ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এমএস