দেশজুড়ে

ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবরুদ্ধ করে গুলি-আগুন, বিচারের দাবি

শরীয়তপুরের নড়িয়ায় ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবরুদ্ধ করে গুলি-ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় মানববন্ধন করেছে জেলায় কর্মরত সংবাদকর্মীরা।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিক নেতারা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য, গত বুধবার (৫ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা করে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ব্যাপারীর সমর্থকরা। তারা গুলি-ককটেল হামলা করে ভোটারদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর বাহির থেকে দরজা আটকে ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেন তারা। এসময় সাংবাদিকদের একটি রুমে অবরুদ্ধ করে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় নির্বাচনের দায়িত্ব পালন করা ১০ ব্যক্তি আহত হয়েছেন।

মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস