সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মহসিন সাহেবের হুলা এলাকায় বাঘের পায়ের ছাপ নিয়ে রহস্য তৈরি হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) রাতে ভাটার সময় মালঞ্চ নদী পার হয়ে সুন্দরবনের বাঘ লোকালয়ে আসতে পারে বলে ধারণা স্থানীয়দের। মালঞ্চ নদীর লোকালয় পাড়ের চরে বাঘটির একাধিক পায়ের ছাপ দেখা গেছে বলে জানান তারা।
প্রত্যক্ষদর্শী মাসুদ গাজী জাগো নিউজকে বলেন, ‘মঙ্গলবার সকালে বেড়িবাঁধের কাজ করতে আসা কয়েকজন শ্রমিক প্রথমে বাঘের পায়ের ছাপগুলো দেখতে পান। বিষয়টি শুনে আমরাও সেখানে দেখতে গিয়েছিলাম। পরে বনবিভাগের লোকজন এসে পায়ের ছাপের ছবি তুলে নিয়ে গেছে।’
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে সেখানে বনবিভাগের টিম পাঠানো হয়। এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে।
তবে নদী পার হয়ে সুন্দরবনের বাঘের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটা স্বাভাবিক বলছেন বন কর্মকর্তা সুলতান আহমেদ।
তিনি বলেন, এর আগেও ওই এলাকায় একাধিকবার বাঘ দেখা গেছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বনবিভাগের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে।
আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম