দেশজুড়ে

ভোলায় ১৮০০ লিটার চোরাই সয়াবিন তেল জব্দ

ভোলায় একটি গোডাউন থেকে এক হাজার ৮০০ লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে ভোলার দৌলতখান উপজেলার ভাবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট থেকে এ তেল জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখানের ভবানীপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে একটি টিনসেটের গোডাউন থেকে ৯ ব্যারেল ভর্তি এক হাজার ৮০০ লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, জব্দ করা সয়াবিন তেল দৌলতখান উপজেলার নির্বাহী অফিসারের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/