জামিন নিয়ে বাড়ি ফেরার পরই জুলহাস ফকির (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত জুলহাস ফকির স্থানীয় চরভাকুম গ্রামের নবাব আলী ফকিরের ছেলে। মারামারি মামলায় বিকেলে তিনি আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ১১ নভেম্বর সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বোরহানের পক্ষে কাজ করেন জুলহাসসহ তার পরিবার।
নির্বাচনের পর বিজয়ী নৌকার প্রার্থী শাহাদত হোসেনের কর্মীদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় জুলহাসসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
এই মামলায় বুধবার বিকেলে আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরেন জুলহাস। সন্ধ্যা ৭টার দিকে তিনি জয়মন্টপ বাজারে গেলে প্রতিপক্ষ মজিবুর রহমানের ছেলে আলাল, দুলাল ও জামালসহ কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন জুলহাসকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বি.এম খোরশেদ/জেডএইচ/