দেশজুড়ে

চট্টগ্রামে পেপার মিলের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের কালুরঘাটে মীর পেপার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘন্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি তিনি।