মেহেরপুরে রাবেয়া মেডিকেল সার্ভিসেসের মালিক আব্দুল লতিফ ও মুকুল বাশারকে ছয়দিনের কারাদণ্ড এবং সনো ল্যাবের মালিক জে পি আগওয়ালার ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মো. আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, ১৯৮২ সালের মেডিকেল প্র্যাক্টিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৩ এর ২ ধারায় দোষী সাব্যস্ত করে রাবেয়া মেডিকেল সার্ভিসেসর মালিক আব্দুল লতিফ ও তার অংশীদার মুকুল বাশারকে ছয় দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ৫২ ধারায় সনো ল্যাবের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায় বাস্তবায়ন করে দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/এসজে/এমএস