দেশজুড়ে

সেই অসহায় দম্পতি পেলেন রঙিন ঘর

আগুনে পুড়ে যাওয়া জায়গায় তৈরি হয়েছে নতুন রঙিন ঘর। ফেসবুকের কল্যাণে ঘর পেয়ে খুশি অসহায় ফজল-তানিয়া দম্পতি।

গত ৮ জানুয়ারি (শনিবার) রাতে শর্টসার্কিট থেকে আগুন লেগে বসতঘরসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায় সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের দরিদ্র ফজল-তানিয়া দম্পতির। তাদের সহযোগিতায় এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী মামুন বিশ্বাস।

ছবিসহ বিস্তারিত তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিকে পোস্ট করেন মামুন বিশ্বাস। সেখান থেকে সংগৃহীত টাকা দিয়ে ঘর তৈরি করে দেওয়া হয় ওই দম্পতিকে। সম্প্রতি তাদের সেই ঘরে তুলে দেওয়া হয়েছে। শুধু ঘরই নয়, দেওয়া হয়েছে লেপ-তোশক, চৌকি, শীতের পোশাক, হাড়িপাতিল, খাদ্যসামগ্রী, কাঁচাবাজারসহ নগদ সাড়ে সাত হাজার টাকা।

ঘর পেয়ে ফজল হোসেন বলেন, ‘অনেক কষ্ট করতাম। আগুনে ঘরসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। স্বপ্নেও কল্পনা করতে পারিনি একটি নতুন রঙিন ঘর পাবো। এত সুন্দর ঘরে থাকতে পারবো।’

এ বিষয়ে স্বেচ্ছাসেবী মামুন বিশ্বাস জানান, অসহায় ফজল-তানিয়া দম্পতির আগুনে ঘর পুড়ে যাওয়ার খবর পেয়ে বিস্তারিত ভিডিওসহ ফেসবুকে পোস্ট দিই। ফেসবুকের কল্যাণে সংগৃহীত ৭৫ হাজার টাকা দিয়ে খুব দ্রুত ঘরের নির্মাণকাজ শেষ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে সমাজে কোনো অবহেলিত মানুষ থাকবে না। সমাজের একে অপরের কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসা দরকার।’

আরএইচ/জিকেএস