সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোহাম্মদ শাহিন আলম (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার দুর্গানগর ইউনিয়নের ইসলামপুর এলাকার একটি সেতুর রেলিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ শাহিন আলম ইসলামপুর গ্রামের আব্দুল হাকিম বুদ্দু ব্যাপারীর ছেলে।
নিহতের ছোট ভাই সাব্বির হোসেন জানান, সোমবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় মোহাম্মদ শাহিন আলম বাড়ি থেকে বের হয়। পরে অনেক খোঁজাখোজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটা সেতুর রেলিংয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলেও জানান তিনি। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শর্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। এঘটনায় ইউডি মামলা হয়েছে।
এএইচ/এমএস