চীনের নানচিং ইউনিভার্সিটি থেকে এক্সিলেন্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড মনোনীত হয়েছেন সিরাজগঞ্জের ছেলে সুব্রত কুমার ভৌমিক। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চাইনিজ নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
শনিবার (২২ জানুয়ারিন) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান লাবু।
সুব্রত কুমার ভৌমিক সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিকের ছেলে। তার বাড়ি রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী গ্রামে। এবছর বিদেশি শিক্ষার্থী হিসেবে এ সম্মাননা গ্রহণ করেন সুব্রত।
সুব্রতর বাবা প্রদীপ কুমার ভৌমিক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন সুব্রত কুমার ভৌমিক। ২০১৮ সালে চীন সরকারের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য চীনে যান। বর্তমানে তিনি নানচিং ইউনিভার্সিটিতে গ্রাফিক্স ডিজাইনে মাস্টার্স করছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চাইনিজ নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
এসআর/এমএস