দেশজুড়ে

সন্ত্রাসী ভাড়া করে ভাইয়ের তিন লাখ টাকার গাছ কর্তন

যশোরের শার্শায় সন্ত্রাসী ভাড়া করে মহিউদ্দিন নামের এক ব্যক্তির পৈত্রিক ভিটার ছয়টি গাছ কেটে নেওয়ার অভিযোগে উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। গাছগুলোর মূল্য আনুমানিক তিন লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন মহিউদ্দিন।

শুক্রবার (২০) জানুয়ারি বিকেলে গাছগুলো কাটা হয়। গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের রমজান আলীর ছেলে হবিবার ও মাহবুব আলীর ছেলে আরিফুর রহমান গাছগুলো কাটেন। তবে গাছ কাটার সঙ্গে মহিউদ্দিনের ভাই মাসুম বিল্লাহও জড়িত বলে অভিযোগ ভুক্তভোগীর।

শুক্রবার সন্ধ্যায় সরেজমিন গিয়ে দেখা যায়, ছয়টি গাছ কাটা হয়েছে। ঘটনাস্থলে একটি গাছের গুঁড়ি পড়ে রয়েছে।

ভুক্তভোগী মহিউদ্দিন বলেন, তার ভাই মাসুম বিল্লাহ তার শরিকের অংশ আগেই বিক্রি করেছেন। তিনি এখন পৈত্রিক ভিটার ওই গাছের কোনো অংশের দাবিদার নন। শুক্রবার ১৫ থেকে ১৬ জন লোক গাছগুলো কাটতে এলে বাঁধা দেওয়া হয়। এসময় ছোট ভাই মাসুমের কাছ থেকে তারা গাছ কিনেছেন বলে জানান এবং ছয়টি বড় গাছ কেটে ফেলেন।

গাছ কাটার সঙ্গে জড়িত মাসুম বিল্লাহর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করতে বলা হয়েছে। যদি সেটা না হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জামাল হোসেন/এসআর/জেআইএম