দেশজুড়ে

পটুয়াখালীতে বাসে মিললো সাড়ে ৭ মণ জাটকা

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাস থেকে ৩০০ কেজি (সাড়ে ৭ মণ) জাটকা ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হাজিপুর শেখ জামাল সেতুর টোল এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী আনান পরিবহনের একটি বাস থেকে জাটকাগুলো জব্দ করা হয়। পরবর্তীতে মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

নিজামপুর কোস্টগার্ড স্টেশন কন্টিজেন্টাল কমান্ডার মো. হুমায়ুন কাজী বলেন, জাটকা নিধনকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আমাদের জাটকা নিধন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জেআইএম