দেশজুড়ে

শাশুড়ির মামলায় শ্বশুরের হয়ে সাক্ষ্য দিতে এসে অপহরণের শিকার জামাই

পাবনায় শাশুড়ির করা যৌতুক মামলায় শ্বশুরের পক্ষে সাক্ষ্য দিতে এসে অপহরণের শিকার হয়েছেন জামাই। এসময় অপহরণকারীদের বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন তিন আইনজীবী।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে পাবনা আদালত চত্বরে এ ঘটনা ঘটে। অবশ্য অপহরণের দুই ঘণ্টা পর ওই ব্যক্তিকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। 

পাবনার আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আব্দুল আহাদ বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাদী ও আসামিপক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

আদালত সূত্রে জানা যায়, কামরুজ্জামান নামের এক ব্যক্তির বিরুদ্ধে যৌতুক মামলা করেন তার স্ত্রী।কামরুজ্জামানের জামাই মাসুদুজ্জামান। তিনি শ্বশুরের পক্ষে সাক্ষ্য দিতে আসেন। তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘণ্টা দুয়েক পর ছেড়ে দেয় বহিরাগতরা। 

পাবনার আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আব্দুল আহাদ বাবুর ভাষ্যমতে, পাবনা আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খায়রুল আলম দুলাল তার মক্কেল কামরুজ্জামান, মক্কেলের জামাই ও তার পক্ষের সাক্ষী মাসুদুজ্জামানকে নিয়ে বুধবার আদালত প্রাঙ্গণে আসেন। তাদের কামরুজ্জামানের স্ত্রীর করা যৌতুকের মামলায় চার্জ গঠনের শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল।

তারা জেলা বারের কাছে একটি হোটেলে খাচ্ছিলেন। তখন একদল বহিরাগত যুবক জামাই মাসুদুজ্জামানকে ধরে নিয়ে যান। তারা প্রথমে তাকে শহরের তাড়াশ ভবন ও পরে এলএমবি মার্কেটের একটি কক্ষে আটকে রাখেন। ঘণ্টা দুয়েক পর তারা তাকে ছেড়ে দেন তারা। এরপর বহিরাগতরা আবার আদালত প্রাঙ্গণে এসে মামলা ইস্যুতে কামরুজ্জামান ও তার আইনজীবীদের সঙ্গে বিতণ্ডা শুরু করেন। 

এসময় কয়েকজন আইনজীবী এগিয়ে আসেন। তখন বহিরাগত যুবকরা আদালত চত্বরের পাশে আইনজীবী রিজভী শাওন, আশরাফুজ্জামান প্রিন্স ও প্লাবনকে মারধর করেন। একপর্যায়ে আইনজীবীরা দৌড়ে পৌরসভা ভবনে আশ্রয় নেন। বহিরাগত যুবকরা সেখানে গিয়েও তাদের মারপিট করেন। 

বহিরাগতদের মারপিটে আহত আইনজীবী রিজভী শাওন বলেন, বহিরাগতরা সাক্ষী মাসুদুজ্জামানকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়েছে। ঘণ্টা দুয়েক পর পাঁচ হাজার টাকা কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অ্যাডভোকেট আবদুল আহাদ বাবু বলেন, আইনজীবীদের ওপর বহিরাগতদের হামলা ও লাঞ্ছিত করার ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় আইনজীবী সমিতি আইনি পদক্ষেপ নেবে। 

আমিন ইসলাম জুয়েল/এসআর