ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী ছাত্রনেতা অকালপ্রয়াত পথিক সাহার একাদশ মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৯ জানুয়ারি)।
Advertisement
পথিক সাহা মৃত্যুপর্যন্ত বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি ছিলেন। এর আগে দীর্ঘদিন তিনি দৈনিক ভোরের ডাকের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক।
তিনি সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। মৃত্যু পর্যন্ত তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।
পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২৯ জানুয়ারি ভোরে রাজধানীর লালমাটিয়ায় এশিয়াটিক কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
Advertisement
এইচএস/এএএইচ/এমএস