বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলার ছয়টি ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এবং টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের যৌথ সভায় এসব কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. তারিকুল ইসলাম খান ঝলক ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ এসব কমিটি অনুমোদন করেন।
টাঙ্গাইল জেলার ইউনিট কমিটি সমুহ সখিপুর উপজেলা: আহ্বায়ক তানভীর আহাম্মেদ শহিদ ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর বিশ্বাস। এছাড়াও যুগ্ম আহ্বায়ক- ১. মো. নজরুল সিকদার, ২. নোমান সিকদার, ৩. সেলিম রেজা টিটু, ৪. ময়নুল হক মামুন, ৫. বিল্লাল হোসেন বিজয়, ৬. মো. ইলিয়াছ হোসেন, ৭. মো. লুৎফর রহমান, ৮. নাহিদ সিকদার ও ৯. মাসুম রানাসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সখিপুর পৌর: কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. মিজানুর রহমান ডালিমকে। সদস্য সচিব হয়েছেন মো. বুলবুল আহমেদ। এছাড়াও যুগ্ম আহ্বায়ক- ১. মো. সোলাইমান মিয়া, ২. মো. নওশের আলী, ৩. মো. শরিফ মিয়া, ৪. মো. তরিকুল ইসলাম, ৫. মো. মামুন মিয়া, ৬. মো. আকাশ মিয়া, ৭. মো. সুমন মিয়া, ৮. মো. আবু তাহের সিকদার ও ৯. মো. মনির হোসেনসহ ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাসাইল উপজেলা: আহ্বায়ক মো. রবিউল ইসলাম উজ্জ্বল, সদস্য সচিব মো. তালাশ মাহমুদ কবীর। এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক- ১. আল-আমীন মিয়া রোকন, ২. মো. রানা খান, ৩. মনির উদ্দিন মিয়া, ৪. মো. হুমায়ুন কবীর, ৫. মো. বাশার, ৬. ইউসুফ আলী খান, ৭. মো. সেলিম হোসেন, ৮. মো. ধলা মিয়া ও ৯. শহীদ মিয়া সহ ৩১ সদস্য রয়েছেন।
বাসাইল পৌর: আহ্বায়ক মো. কামরুল ইসলাম খান, সদস্য সচিব মো. রাসেল মিয়া। যুগ্ম আহবায়ক- ১. আজাদ সিদ্দিকী, ২. ইউসুফ খান, ৩. মো. হেলাল মিয়া, ৪. মো. মিল্টন খান, ৫. মো. রাশেদ মিয়া, ৬. মো. প্রিন্স খান, ৭. মো. কামরুজ্জামান টুটুল, ৮. মো. হাবীব মিয়া ও ৯. মো. শিমুল খানসহ ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দেলদুয়ার উপজেলা: আহ্বায়ক মো. কালাম তালুকদার, সদস্য সচিব মো. সোলাইমান মিয়া। এছাড়াও যুগ্ম আহবায়ক- ১. মো. আলতাফ হোসেন, ২. শ্রী ভোলানাথ রাজবংশী, ৩. মো. মোয়াজ্জেম মোল্লা, ৪. মো. ফজলুর রহমান, ৫. আব্দুল কাইয়ুম, ৬. মো. সুমন খান, ৭. মো. শাহিন হোসেনসহ কমিটিতে ৩১ সদস্য রয়েছেন।
নাগরপুর উপজেলা: কমিটির আহ্বায়ক মো. শাহজাহান মিয়া সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন। যুগ্ম আহবায়ক- ১. আবুল কাশেম মানিক, ২. জাহাঙ্গীর আলম সরকার, ৩. আমিনুর রহমান, ৪. নুরুজ্জামান রানা, ৫. আতাউর রহমান, ৬. আব্দুল মজিদ, ৭. মনিরুজ্জামান বাবু ও ৮. রিপন খানসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কেএইচ/কেএসআর/জেআইএম