দেশজুড়ে

সিরাজগঞ্জে অবৈধ অস্ত্র-গুলি রাখায় ১৭ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম (৩৭) উল্লাপাড়া উপজেলার চর মোহনপুর দাসপাড়া গ্রামের মৃত হাশেম বিশ্বাসের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল হুদা মো. ইব্রাহীম খলিল ইমন বলেন, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১২ সদস্যরা জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় পোল্ট্রি ফিডের বস্তায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে র‌্যাবের ডিএডি দিলিপ কুমার বিশ্বাস বাদি হয়ে উল্লাপাড়া থানায় মামলা করেন। মামলায় আদালত অস্ত্র আইনের ১৮৭৮এর এ ধারায় ১০ বছর এবং ১৮৭৮ এর ১৯(এফ) ধারায় সাত বছরসহ মোট ১৭ বছর কারাদণ্ড দেন। আসামি জাহিদুল পলাতক রয়েছেন।

এএইচ/জিকেএস