দেশজুড়ে

পটুয়াখালীতে ৩ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ

পটুয়াখালীতে অভিযান চালিয়ে তিন লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বঙ্গোপসাগর মোহনা-রামনাবাদ চ্যানেলে অভিযান জালগুলো জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, ৩০ ডিসেম্বর থেকে নিষিদ্ধ জাল জব্দে অভিযান শুরু করে মৎস্য বিভাগ। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম