দেশজুড়ে

পরাজিত প্রার্থীকে মারধর, নবনির্বাচিত চেয়ারম্যান গ্রেফতার

পরাজিত প্রার্থীকে মারধরের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।

তিনি বলেন, প্রথম ধাপে ইউপি নির্বাচনের পরবর্তী সময়ে মারধরে অভিযোগে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি মামলা করেন পরাজিত প্রার্থী দিদারুল ইসলাম। সেই মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

আহসান রাজীব/এসজে/এএসএম