কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে এখনো খালি রয়েছে ৭০ শতাংশ আসন।
তিন ইউনিটে মোট আসন সংখ্যা ২০৯৫টি। এরমধ্যে ভর্তি হয়েছেন ৬২০ জন। আর খালি রয়েছে ১৪৭৫টি আসন (৭০ শতাংশ)।
আসন খালি থাকার কারণে বুধবার (২ ফেব্রুয়ারি) তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইউনিট সমন্বয়কারীরা।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্র জানায়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩৪৯টি; কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৮২৯টি এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২৯৭টি আসন শূন্য রয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জাগো নিউজকে বলেন, ‘এবারের ভর্তি প্রক্রিয়াটি একটু জটিল। কিছু টেকনিক্যাল সমস্যা আছে। আমরা শিগগির ভর্তি কমিটির একটি মিটিং করবো। বিষয়টি কীভাবে দ্রুত এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে।’
এসআর/এএসএম