ফরিদপুরে অভিযান চালিয়ে পাসপোর্ট কার্যালয়ের দালাল ও প্রতারকচক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে পাসপোর্ট কার্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নিতিশ চন্দ্র ঘোষ (৪০), মেহেদী হাসান জনি (৩৭), সুরুজ আলী (২৪) ও আরিফুজ্জামান আরিফ (৩৬)।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে কোতোয়ালি থানার চাঁনমারী এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।
এন কে বি নয়ন/এসআর/কেএসআর