দেশজুড়ে

বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ঋণগ্রস্ত নারীর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন এক নারী (৫০)। শাহানাজ বেগম নামের ওই নারী ঋণে জর্জরিত হয়ে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহানাজ বেগম উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চকসাবাজ গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।

এলাকাবাসী জানায়, ইউনিয়ন পরিষদের কর্মসূচি প্রকল্পের কর্মী হিসেবে কাজ করতেন শাহানাজ বেগম। তিনি এনজিওসহ একাধিক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে পারছিলেন না। এসব ঋণের বিপরীতে তাকে সাপ্তাহিক কিস্তি দিতে হতো। কিন্তু কয়েকদিন ধরে ঋণের কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। এ কারণে হতাশায় ভুগছিলেন শাহানাজ।

এ অবস্থায় আজ সকাল ৮টার দিকে গোপনে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন শাহানাজ। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হবে।

এসআর/এএসএম