ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা-আড়িয়াল খাঁ নদী ও বিভিন্ন হাট-বাজারে জাটকাবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে অভিযানে পদ্মা-আড়িয়াল খাঁ নদী থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়।
জানা গেছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা- ১৯৮৫ এর আইনে উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযানটি পরিচালনা করেন। আটক কারেন্ট জাল পদ্মার পাড়ে জ্বালিয়ে দেওয়া হয়। জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম জাগো নিউজকে বলেন, উক্ত অভিযান ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মাহমুদ জাগো নিউজকে বলেন, সকলকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে প্রচারণা চালানো হয়েছে। সকলকে অনুরোধ জানানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন কে বি নয়ন/এফএ/এএসএম