‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ প্রতিপাদ্য নিয়ে ভোলায় মাদকবিরোধী শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা ব্যতিক্রম কৃষ্টি সংসদের আয়োজনে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় আমানত পাড়া ঈগল গ্যাং ও অফিসার পাড়া একাদশ মুখোমুখি হয়। টসে জয় লাভ করে অফিসার পাড়া একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভারে ৬ ইউকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমন সর্বোচ্চ ২৯ রান সংগ্রহ করেন।
জবাবে ব্যাট করতে মেনে আমানত পাড়া ঈগল গ্যাং ৫ ইউকেট হারিয়ে ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে জয় লাভ করে। দলের পক্ষে মো. মুনসুর সর্বোচ্চ ১৩ রান সংগ্রহ করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন। ব্যতিক্রম কৃষ্টি সংসদের সহ-সভাপতি এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মো. আবু তাহের, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল প্রমুখ।
বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি একটি খাসি উপহার দেওয়া হয়। ব্যতিক্রম কৃষ্টি সংসদের সভাপতি খন্দকার আল-আমিন ও সিনিয়র সহ-সভাপতি এম হেলাল উদ্দিন জানান, ব্যতিক্রম কৃষ্টি সংসদ একটি অরাজনৈতিক সংগঠন। আমরা ব্যতিক্রম কৃষ্টি সংসদের ২০ বছর পূর্তি উপলক্ষে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ প্রতিপাদ্য নিয়ে ভোলায় মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শুরু হওয়া টুর্নামেন্টে ভোলার মোট ২১টি দল অংশগ্রহণ করে। সুন্দরভাবে পুরো টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি আগামীতে আরও বড় আয়োজন করতে পারবো।
জুয়েল সাহা বিকাশ/এসএএস/জেআইএম