দেশজুড়ে

পরিষদে যাওয়ার পথে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। শেখ আব্দুর রহিম শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আবু দাউদের ছেলে।

চেয়ারম্যান রহিমের পরিবারের দাবি, গ্রেফতারের সময় আব্দুর রহিমকে রাস্তার ওপর ফেলে বেপরোয়া মারধর করে পুলিশ। এতে নির্বাচনে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরাও অংশ নেন।

তবে পুলিশের দাবি, আব্দুর রহিমকে গ্রেফতারের সময় তার কর্মী-সমর্থকদের হামলায় পুলিশ কনস্টেবল রিপন আহত হন। তিনি শ্যামনগর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এসব বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুরশেদ জাগো নিউজকে বলেন, কয়েকটি মামলার আসামি আবদুর রহিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। আবদুর রহিমকে আদালতে পাঠানো হবে। ঋণখেলাপিসহ বেশ কয়েকটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।

গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো কৈখালী ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ আব্দুর রহিম।

আহসানুর রহমান রাজীব/এসজে/এএসএম