কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকাসহ মোহাম্মদ সেলিম (৪২) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। আটক সেলিম ওই ওয়ার্ডের বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, মাদক মজুতের খবর বুধবার ভোরে সেলিমের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ সেলিমের বাড়ির স্টিলের আলমারিতে মজুত রাখা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা জব্দ করে। এ সময় সেলিমকেও আটক করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এসজে/এএসএম