দেশজুড়ে

তারুয়া সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ভোলার চরফ্যাশন উপজেলার তারুয়া সমুদ্র সৈকত থেকে চার ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিনকে উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে মাটিচাপা দিয়েছে বন বিভাগ।

চরফ্যাশন উপজেলার ঢালচর রেঞ্জের উপকূলীয় বন কর্মকর্তা টি এম আতিকুল রহমান জানান, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তারুয়া সমুদ্র সৈকতের বালুতে আটকা পড়ে অর্ধগলিত একটি ডলফিন। পরে স্থানীয়রা খবর দিলে আমরা সেটিকে পরীক্ষা-নিরিক্ষা করি। ডলফিনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে গভীর সমুদ্রে জেলেদের জালে আটকা পড়ার কারণে ডলফিনটি মারা গেছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে তারুয়া সৈকতে ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়।

জুয়েল সাহা বিকাশ/এএইচ/এএসএম