দেশজুড়ে

লঞ্চে অগ্নিকাণ্ড: স্ত্রীর ২৩ দিন পর মারা গেলেন স্বামীও

অভিযান-১০ লঞ্চ অগ্নিকাণ্ডে আহত বরগুনার ফুলঝুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক বঙ্কিম চন্দ্র মজুমদার মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ২৩ দিন আগে একই লঞ্চ দুর্ঘটনায় স্ত্রী মনিকা রানীও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় (১৮ জানুয়ারি) মারা যান।

বঙ্কিম চন্দ্র মজুমদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের শিক্ষক আব্দুল সালেক বিএসসি।

তিনি জানান, স্ত্রীকে হারিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মরদেহ বরগুনা পৌঁছনোর কথা রয়েছে। স্কুল প্রাঙ্গণে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

এএইচ/জিকেএস