ছোট ভাই-বোনের সামনে নাটক-সিনেমার দৃশ্যের অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে সালমা আক্তার (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কলাতলী দরিয়া নগরের বড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালমা ওই এলাকার ইমাম হোসেনের মেয়ে।
সালমার বাবা ইমাম হোসেন জানান, তিনি স্ত্রীসহ সৈকত পাড়ে সবজিখেতে কাজ করতে যান। এ সময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে এলাকাবাসী সালমাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি অভিনয় দেখাতে গিয়ে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সায়ীদ আলমগীর/ইএ