দেশজুড়ে

রাজেন্দ্র কলেজে সিঙ্গেল সোসাইটির কমিটি গঠন

‘প্রেমকে হ্যাঁ বলি, একাধিক প্রেমকে না বলি’ এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে সিঙ্গেল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের হাজী শরীয়াতুল্লাহ ছাত্রাবাসে সোসাইটির সদস্যদের সর্বসম্মতি ক্রমে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মেহেদী হাসানকে (শাওন) সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আনিস আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটিতে শোভন এহসান ও মো. সজিব হোসেনকে উপদেষ্টা, মো. শাহাবুদ্দিন, মো. সাকিব হোসেন, মো. আরাফাত বিশ্বাসকে সহ-সভাপতি, মো. রনি মোল্যা, মো. ইসহাক আহমেদ ও মো. মিজানুর রহমান মিঠুকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. আলামিন শিকদার (হিমু) সাংগঠনিক, মো. রবিউল ইসলামকে দপ্তর সম্পাদক, মো. মেহেদী হাসান রনিকে প্রচার সম্পাদক এবং মো. মিনার হোসেন, মো. রুবেল হাসান, মো. রায়হান হোসেন রিয়াদকে কার্যকরী সদস্য করা হয়েছে।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মেহেদী হাসান (শাওন) জাগো নিউজকে বলেন, সোমবার সিঙ্গেল সোসাইটির পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস