আট ঘণ্টার ব্যবধানে কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে উত্তর ধুরুং চাঁদের ঘোনায় ও সন্ধ্যায় আকবর বলী পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের দিদারুল ইসলামের ছেলে আকিল (দেড় বছর) ও আকবর বলী পাড়ার মো. বাদশাহর মেয়ে আলিফা মনি (২)।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের দিদারুল ইসলামের ছেলে আকিল সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। প্রায় আধা ঘণ্টা পর প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ধুরুংবাজারে নকীব মেডিকেল হলে পরে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই ইউনিয়নের আকবর বলী পাড়ার বাদশাহর শিশুকন্যা আলিফা বাড়ির পুকুরে তলিয়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারিয়েল হক জিহান শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম বলেন, পরিবারের অসচেতনতায় বার বার পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস