দেশজুড়ে

বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত

ভোলার মনপুরায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে ফাহিমা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর ফৌজুদ্দিন গ্রামের শাহিন চৌধুরী বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তার উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর ফৌজুদ্দিন গ্রামের মো. আলাউদ্দিনের স্ত্রী।

স্থানীয় মো. আমিনুল ইসলাম বলেন, বিকেলের দিকে ফাহিমা আক্তার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ ঘাট থেকে ভাড়া চালিত মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এসজে/জিকেএস