দেশজুড়ে

মোবাইলের শো-রুমে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের তিন সদস্য আটক

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী থেকে আন্তঃজেলা ডাকাতচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মোর্শেদ আলম কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার মুরাদনগরের কামেল্লা গ্রামের খালেক মিয়ার ছেলে আমির হোসেন (৩০), চাঁদপুরের কচুয়ার হাতিবন্ধা গ্রামের জামাল মিয়ার ছেলে মো. সজিব (২৫) ও নরসিংদীর রায়পুরার চরমতিনগরের মৃত বাচ্চু শেখের ছেলে রোবেল শেখ (২৬)।

তাদের কাছ থেকে গ্রিল কাটার ও তালা ভাঙার যন্ত্রসহ বড় ছোরা জব্দ করা হয়েছে। পরে আটকদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ বলছে, তারা মোবাইলের বড় বড় শো-রুমকে টার্গেট করে ডাকাতি করতেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম রাতে জাগো নিউজকে বলেন, তিনজনের চলাফেরা সন্দেহজনক দেখে স্থানীয়দের তথ্যমতে পুলিশ তাদের আটক করে ব্যাগ তল্লাশি করে বিভিন্ন যন্ত্রপাতি পায়। পরে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেন। আটকরা বিভিন্ন জেলায় মোবাইল ফোনের বড় বড় শো-রুমে ডাকাতি করে আসছিলেন।

এসপি আরও বলেন, আটক তিনজনসহ তাদের সহযোগিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় অসংখ্য মামলা রয়েছে।

ইকবাল হোসেন মজনু/এএএইচ