আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৪ পৌরসভার ভোটে তৃণমূল এগিয়ে

২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মমতা ব্যানার্জী সরকার গঠন করেছিলেন। বিভিন্ন উপ-নির্বাচন, কলকাতা পৌরসভা নির্বাচন এবং পৌরসভার ভোটেও সেই জয়ের ধারা অব্যাহত ছিল। করোনা পরিস্থিতির অবনতির কারণে পিছিয়ে যাওয়া চারটি পৌরসভা নির্বাচনে আবারো তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয়লাভ করতে চলেছে। শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধান নগর পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয় শনিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনী ফলাফল ঘোষণা করা হচ্ছে আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি)।

তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এরইমধ্যে জয়ের আভাস পেয়ে আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের মানুষকে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন। 

এদিকে, আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নিয়ে চলছে জোর প্রচার প্রচারণা। গত ২২ জানুয়ারি আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগর- এ চার পৌরসভায় ভোটগ্রহণের তারিখ ধার্য ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে তা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি পরবর্তী দিন ঠিক করে দেয় হাইকোর্ট।

রাজ্যের করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে কিভাবে ভোট হবে তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলো। উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞরাও। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। সেই মামলায় ভোট পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দেয় হাইকোর্ট। এরপরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করে দেয় নির্বাচন কমিশন।

/এমএস