দিনাজপুরের পার্বতীপুরে আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লিমন (২০) নামে পিকআপের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় পিকআপের চলাকসহ দুজন আহত হন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পার্বতীপুর ঝাউতলা ভেলাইপাড় অরক্ষিত রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। আহতরা হলেন- দেলোয়ার হোসেন (২৩) ও মুরগি ব্যবসায়ী মাসুম (২২) গুরুত্বর আহত হন। তাদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ১২টার দিকে খুলনা থেকে আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে পার্বতীপুর ঝাউতলাভেলাইপাড় অরক্ষিত রেলগেটে লাইনের ওপর একটি পিকআপ উঠে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই পিকআপের হেলপার মিলন মারা যান। পিকআপের চালক ও এক মুরগি ব্যবসায়ী আহত হন।
স্থানীয়রা জানান, পিকআপের চালক নিময় না মেনে ট্রেনের হুইসেল শোনার পরও রেলক্রসিং অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
তবে আহত মাসুমের মামা মনজুরুল ইসলাম বলেন, মাসুম সকালে সিরাজগঞ্জ থেকে মুরগির বাচ্চা নিয়ে ঝাইপাড়া গ্রামে যাচ্ছিল। সে সময় এ দুর্ঘটনা ঘটে। আজকের এ দুর্ঘটনা ঘটেছে দুইপাশে বাঁশঝাড় ও জঙ্গলের কারণে। অরক্ষিত রেলগেটের কাছে না গেলে ট্রেন দেখা যায় না।
পার্বতীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শওকত হোসেন জাগো নিউজকে বলেন, তিতুমির এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এরআগে ২ ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুর উপজেলায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হন এবং ৫ জানুয়ারি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবিহীন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি রেললাইনের পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে যায়।
এমদাদুল হক মিলন/এসজে/এমএস