দেশজুড়ে

দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ডের জামান প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন, ১৩নং কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামের করিম ডাক্তার বাড়ির মো. শাহজাহানের ছেলে সাইফুল ইসলাম মঞ্জু ওরফে হৃদয় (২৪) ও ১৫নং শরীফপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খানপুর মিয়াজী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে মো. মোজাম্মেল হোসেন (৪০)।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি রাতে জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মো. সবজেল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক আইনে মামলা মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এসপি শহীদুল ইসলাম।

ইকবাল হোসেন মজনু/এএএইচ