আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান বলেছেন, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপি আইন তৈরি করতে দাবি করেছিল। আওয়ামী লীগ সরকার তাদের দাবি পূরণ করেছে। এখন তারা বলেন ওই আইন মানি না। তারা এখন কী করবেন? তারা যে কোনটা মানবেন তা তারা নিজেরাই জানেন না।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলেছে উন্নয়নের মহাসড়কে, তখন একটি কুচক্রীমহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, দেশের স্বার্থে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে আওয়ামী লীগ সরকারের আর পেছনে ফিরে তাকাবার সময় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। তিনি আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
মধুখালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আব্দুর রহমানের বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মো. নাছির, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন প্রমুখ।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম