ট্রফি হাতে আনুষ্ঠানিক ফটোসেশন, দুই দলের অধিনায়কের তাতে উপস্থিত থাকার কথা। কিন্তু বিপিএল ফাইনালের আগে ট্রফির সামনে কুমিল্লা ভিক্টোরিয়োন্সের অধিনায়ক ইমরুল কায়েসকে দেখা গেলেও দেখা মিললো না ফরচুন বরিশাল ক্যাপ্টেন সাকিব আল হাসানের।
সাকিবের বদলে ট্রফি হাতে ইমরুলের সঙ্গে দাঁড়ালেন নুরুল হাসান সোহান। তাদের দুজনের ছবিই উঠলো। কেমন একটা অপূর্ণতা রয়ে গেলো দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরের আনুষ্ঠানিক ফটোসেশনের।
সাকিব নেই কেন? ফরচুন বরিশালের টিম ম্যানেজম্যান্ট সূত্র জানিয়েছিল, পেটের পীড়ার কারণে সাকিব উপস্থিত হতে পারেননি। কিন্তু তার বদলে মিডিয়া সেশনে আসা সোহানের কথায় কিছুটা ধোঁয়াশা তৈরি হয়।
সোহান প্রথমে বলেন, ‘সাকিব ভাই হয়তো...’- এটুকু বলেই থেমে যান। এরপর যোগ করেন, ‘গতকাল আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল। সেটা করেছি। আমার কাছে যেটা মনে হয় উনি জিম বা অন্য কিছু করছেন। যে কারণে হয়তো আসতে পারেননি। যার কারণে আমার এখানে আসা।’
এর বাইরে তার কাছে তথ্য নেই, এটা জানিয়ে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এর থেকে বেশি কিছু আমি জানি না।’ পুনরায় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো বললাম এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সকালে দেখেছি উনি জিমে ছিলেন। তার পরেরটা আসলে আমি খুব বেশি জানি না।’
রাতেই মিলল সব প্রশ্নের জবাব। সাকিবকে দেখা গেলো নির্মাতা অমিতাভ রেজার এক বিজ্ঞাপনের শ্যুটিংয়ে। বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়, ওই শ্যুটিংয়ের জন্যই বিপিএলের ফটোসেশনে অগ্রাহ্য করে গেছেন সাকিব। যা নিয়ে ফের সমালোচনার মুখে বিশ্বসেরা অলরাউন্ডার।
এবারের বিপিএলে নেই জৈব সুরক্ষা বলয়। ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হয়েছে আসরটি। কড়াকড়ি কমিয়ে ক্রিকেটারদের সুবিধার্থেই নেওয়া হয় এই সুরক্ষা নীতি। তবে নিয়ম অুনযায়ী কেউ টিম হোলেটের বাইরে গেলে তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে। সাকিব সেই নিয়মের মধ্যে পড়েন কিনা, সেটাও দেখার।
বিশ্বসেরা অলরাউন্ডারের এভাবে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ না নেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৯ বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটো সেশনে অনুপস্থিত ছিলেন সাকিব। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে সমালোচনার ঝড় উঠেছিল।
এমএমআর/এমএস