দেশজুড়ে

ভোলায় জাল টানার সময় নদীতে পড়ে জেলের মৃত্যু

ভোলায় মেঘনা নদীতে জাল টানার সময় নদীতে পড়ে মো. সেলিম (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. মফিজল বেপারীর ছেলে।

পুলিশ জানায়, সেলিম দুপুরে মেঘনা নদীতে মাছ শিকার যায়। এ সময় হঠাৎ জালের সঙ্গে পেঁচিয়ে নদীতে পড়ে যায়। পরে অন্য জেলেদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ভোলা মডেল থানার এসআই সুবির সাহা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে।

জুয়েল সাহা বিকাশ/এএইচ/জেআইএম