দেশজুড়ে

নোয়াখালীতে মন্দিরের ভেতর থেকে মূর্তি চুরি

নোয়াখালীর মাইজদী বাজারের শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মোৎসব মন্দিরের রাধা-গোবিন্দের মূর্তি চুরির খবর পাওয়া গেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী জাগো নিউজকে বলেন, রোববার (২০ ফেব্রুয়ারি) সারাদিন পূজার সময় রাধা-গোবিন্দের বিগ্রহ সিংহাসনে ছিল। পরে সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার পর বিগ্রহগুলোকে মন্দিরের শয়ন কক্ষে রাখা হয়। কিন্তু আজ ভোর ৫টায় মন্দিরে প্রবেশ করে শয়নকক্ষে রাধা-গোবিন্দের আসন শূন্য দেখতে পাই। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট জাগো নিউজকে বলেন, সিসিটিভির ফুটেজ অনুযায়ী ভোর সাড়ে ৩টার দিকে মুখোশধারী চোর মন্দিরে প্রবেশ করে রাধা-গোবিন্দের বিগ্রহ চুরি করে নিয়ে গেছে। ৭০ বছরেও কখনো মন্দিরে এ ধরনের ঘটনা ঘটেনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাই।

নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এমন ঘটনা ঘটিয়েছে কি না বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ দেখে মূর্তি উদ্ধার ও দোষীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস